নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : ১৮দলের অবরোধ কর্মসূচির ৩য় দিনে সোমবার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালিত হয়েছে। সকাল থেকেই বিএনপি-জামায়াতসহ ১৮ দলের নেতাকর্মীরা মহাসড়কে অবরোধ কর্মসূচি পিকেটিং করে। দুপুর ১২ টায় উপজেলা জামায়াতের একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নন্দীগ্রাম শহরের বিভিন্ন সড়ক প্রদিক্ষণ করে। এরপর স্থানীয় বাসস্ট্যান্ডে উপজেলা জামায়াতের আমির নুরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের সেক্রেটারি মুঞ্জুরুল ইসলাম রাজু, জামায়াত নেতা আনোয়ারুল হক মিয়া, গোলাম রব্বানী, একরামুর রেজা টুকু, ফেরদৌস রহমান, শেখ সাদী, ফারুক আহম্মেদ, সুলতান আহম্মেদ, জাহেদুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি তাজাম্মুল হক, সাধারণ সম্পাদক আব্দুল কাদের, ছাত্র শিবির নেতা রাকিব ও আতিক প্রমুখ। এছাড়াও বিএনপি বিক্ষোভ মিছিল করেছে। থানার ওসি শাহজাহান আলীর নেতৃত্বে পুলিশ যথারীতিভাবে মহাসড়কে অবস্থান করে।