ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান,ভান্ডারিয়া বাজারের ব্যবসায়ী ও ঝালকাঠি -১ (রাজাপুর- কাঠালিয়া) আসনের সংসদ সদস্য বি এইচ হারুনের বড় ভাই আলহাজ্ব সামছুল আলম বরকত (৭০) ২২ ডিসেম্বর রবিবার দিবাগত রাত পৌণে ৮টায় হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে………..রাজিউন)। তিনি ১ স্ত্রী,৪ ছেলে, ৩ মেয়েসহ অসংখ্য আত্বীয়-স্বজন রেখে যান। সোমবার বিকাল ৪টায় জানাজা শেষে পারিবারিক কবর স্থানে তার মা বাবার পাশে তার লাশ দাফন করা হয়। মরহুমের নামাজের জানাজায় ঝালকাঠি,রাজাপুর,কাঠালিয়া ও নলছিটিসহ বিভিন্ন স্থান থেকে আওয়ামীলীগের দলীয় নেতাকর্মিসহ বিভিন্ন দলের হাজার হাজার নেতা কর্মি অংশ নেয়।