চুয়াডাঙ্গা প্রতিনিধি : রবিবার সারাদিনে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের বিভিন্ন ক্যাম্পের জোয়ানরা তিন লাখ ৫৫ হাজার ৬০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানি মালামাল উদ্ধার করেছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে ভারতীয় মদ, ভারতীয় ফেনসিডিল, ভারতীয় গাঁজা ও ভারতীয় ঘড়ির ব্যাটারি।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সদস্যরা দুই লাখ ৮৬ হাজার ৫০০ টাকা মূল্যের ১৯১ বোতল ভারতীয় মদ, ১৮ হাজার ৪০০ টাকা মূল্যের ৪৬ বোতল ভারতীয় ফেনসিডিল, সাতশত টাকা মুল্যের দুকেজি ভারতীয় গাঁজা ও ৫০ হাজার টাকা মূল্যের এক হাজারটি ঘড়ির ব্যাটারি উদ্ধার করে।