শ্যামলবাংলা স্পোর্টস : মুশফিকুর রহিমের অধিনায়কোচিত ব্যাটিংয়ে বিজয় দিবস টি-টোয়েন্টি চ্যালেঞ্জ কাপে মোহামেডানকে ৭৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে আবাহনী।
২৩ ডিসেম্বর সোমবার সিলেট বিভাগীয় স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ১৭২ রান করে আবাহনী। ১২ রানে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের বিদায়ে আবাহনীর শুরুটা তেমন ভালো হয়নি। তবে সৌম্য সরকারের (৩৭) সঙ্গে ৭০ ও মাহমদুল্লাহ রিয়াদের (১৮) সঙ্গে ৪০ রানের দুটি ভালো জুটি দলকে বড় সংগ্রহের দিকে নিয়ে যান জাতীয় দলের অধিনায়ক মুশফিক। তার ব্যাট থেকে আসে ৫৯ রান। তার ৩৮ বলের ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছক্কা। মুশফিকের বিদায়ের পর আবাহনীর সংগ্রহ পৌনে দুইশ’র কাছাকাছি নিয়ে যাওয়ার কৃতিত্ব জিয়াউর রহমানের। মাত্র ১১ বলে ৩টি ছক্বার সাহায্যে ২৪ রান করেন তিনি। মোহামেডানের পক্ষে অধিনাযক মাশরাফি বিন মুর্তজা, দেওয়ান সাব্বির ও সাজেদুল ইসলাম ২ টি করে উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ১৪ ওভার ২ বলে মাত্র ৯৫ রানেই গুটিয়ে যায় মোহামেডান। দলের ৯ ব্যাটসম্যানই ২ অঙ্কের ঘরে যেতে ব্যর্থ হয়েছেন। সর্বোচ্চ ৩৪ রান করা শাহরিয়ার নাফীস ও ১৬ রান করা মাশরাফি চেষ্টা করলেও লক্ষ্যের ধারেকাছেও যেতে পারেনি মোহামেডান। আবাহনীর পক্ষে ফরহাদ রেজা, সোহরাওয়ার্দী শুভ, নাবিল সামাদ ও শুভাশীষ রায় দুটি করে উইকেট নেন।