চারঘাট (রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহী-৬ নির্বাচনী চারঘাট-বাঘা নদীভাঙ্গন এলাকা। প্রতি বছর নদী ভাঙ্গন কবলিত এলাকায় পদ্মার বাঁধ নির্মাণ অব্যাহত রয়েছে। আ’লীগ ক্ষমতায় আসলে দেশে উন্নয়নের ব্যাপক ছোঁয়া পায়। বিএনপি জামায়াতকে কাঁধে নিয়ে হরতাল-অবরোধের নামে নাশকতা চালাচ্ছে। সকল মানুষকে ভেদাভেদ ভুলেগিয়ে নৌকা প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহবান জানান। সোমবার উপজেলা চারঘাট ইউনিয়নে গণসংযোগকালে পথ সভায় বক্তব্যকালে এসব কথাগুলো বলেন। তিনি আরও বলেন স্বপ্নের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বিদ্যুৎ, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন সেক্টরে বিগত দিনের চেয়ে চারঘাট বাঘার সংসদ সদস্য শাহরিয়ার আলম এলাকার ব্যাপক উন্নয়ন করেন। তিনি চারঘাট ইউনিয়নের মিয়াপুর, চারঘাট সদর, গোপালপুর, নদীভাঙ্গন এলাকা পিরোজপুর, চন্দনশহর, ডালিপাড়া ও কাঁকড়ামারিসহ বিভিন্ন গ্রামের মানুষের কাছে নৌকা প্রতীকে ভোট ও দোয়া প্রার্থনা করেন। গণসংযোগকালে তার সাথে ছিলেন চারঘাট উপজেলার যুগ্ম আহবায়ক ফকরুল ইসলাম, পৌর আ’লীগের সাঃ সম্পাদক সাহাজ উদ্দিন, যুবলীগের সাঃ সম্পাদক আব্বাস আলী শেখ, চারঘাট ইউনিয়নের সাঃ সম্পাদক মতিউর রহমান মতি, সাবেক কমিশনার গিয়াস উদ্দিন, পৌর কাউন্সিলর নার্গিস বেগম, ব্যবসায়ী মুজিবর রহমান, জামাল উদ্দিন, আ’লীগনেতা কামরুল হাসান নান্নু সহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।