গোসাইরহাট(শরীয়তপুর) প্রতিনিধি : আজ মুক্তিযুদ্ধের অন্যতম শীর্ষ সংঘঠক, বীর মুক্তিযোদ্ধা, জাতীয় নেতা, সাবেক মন্ত্রী শরীয়তপুরবাসীর র্গব, মরহুম আব্দুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী গোসাইরহাট উপজেলা আঃ লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ, মহিলা আঃ লীগের যৌথউদ্যোগে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে। দিনের কর্মসূচীর মধ্যে ছিল। নেতার প্রতি শ্রদ্ধাঞ্জলী, কালোব্যাজ ধারন, নেতার রুহের মাকফেরাত কামনা করে বিষেশ মোনাজাত ও প্রার্থনা, মিলাদমাহ্ফিল, আলোচনা সভা ও কাঙ্গালী ভোজের আয়োজন করা হয়। জনাব ফজলুর রহমান সভাপতি আঃ লীগের সভাপতিত্বে – এ সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সর্বজনাব, এডভোকেট এমএম আলীয়া আহম্মদ, সৈয়দ নাসির উদ্দিন সাঃ সম্পাদক আঃ লীগ, আহসান সিদ্দিক লাবু ভাইস চেয়ারম্যান, শাহজাহান সিকদার, শাহজাহান দেওয়ান, এসএম মিজানুর রহমান, মিয়া মাহফুজুর রহমান, গোলাম রাব্বি শাকিল, মাস্টার আবুল কালাম, মাস্টার শেখ কামাল হোসেন, জাকির হোসেন দুলাল, নুরুজ্জামান মৃধা, শেখ আবুল খায়ের, মোস্তফা জামান, মোখলেছুর রহমান রাড়ী, মাইনউদ্দিন পেদা, হুমায়ুন সিকদার, মোস্তফা ফরাজী প্রমুখ্য। জনাব মরহুম আব্দুর রাজ্জাকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে গোসাইরহাট উপজেলার বিভিন্ন পেশার হাজার হাজার জনসাধারন তার মিলাদমাহফিলে অংশ গ্রহন করেন এবং তার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।