কুষ্টিয়া প্রতিনিধি : নির্বাচনী তফসিল প্রত্যাহার ও নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবীতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ৮৩ ঘন্টার অবরোধ কর্মসুচির তৃতীয় দিনে জেলা ও সদর উপজেলা ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। সোমবার সকাল ৯টায় কুষ্টিয়ায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক জেলা বিএনপির সাধারণ সম্পাদক জেলা ১৮ দলীয় জোটের যুগ্ম আহবায়ক সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিনের নেতৃত্বে সদর উপজেলা ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা মজমপুর গেটে কুষ্টিয়া-গোয়ালন্দ রেলপথ অবরোধ করে। পরে সেখান থেকে অবরোধকারীরা মিছিল নিয়ে কুষ্টিয়া-ঝিনাইদহ ও কুষ্টিয়া-ঈশ্বরদী এবং কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কে বিক্ষোভ মিছিল করে এবং সড়কগুলো অবস্থান নিয়ে অবরোধ করে। এতে কোন প্রকার যান চলাচল করতে দেখা যায়নি। বিক্ষোভ মিছিলটি শহরের মজমপুর গেটে এসে এক সমাবেশ করেন। সমাবেশে বক্তব্য রাখেন, সাবেক এমপি অধ্যক্ষ সোহরাব উদ্দিন। এছাড়াও কুষ্টিয়া-গ্রাগপুর, কুষ্টিয়া-মেহেরপুর সড়কে সাবেক এমপি রেজা আহমেদ বাচ্চু মোলা ও জেলা বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি অধ্যাপক শহীদুল ইসলাম ১৮ দলীয় নেতাকর্মীদের নিয়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করে।