
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে সাংবাদিক রফিক সরকারের কোরিওগ্রাফিতে মহান বিজয় দিবসের সাংস্কৃতিক নৃত্যানুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে কালীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে সোমবার বিকালে মনোজ্ঞ সাংস্কৃতির অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মর্ডাণ ড্যান্স পরিবেশন করেন দেশের স্বনামধন্য ড্যান্স গ্রæপ ঈগল্স কালীগঞ্জ শাখার শিল্পীবৃন্দ। ঈগল্স পরিবেশন করেন কন্ঠ শিল্পী শফিক তুহিনের ‘সাড়া দাও বাংলাদেশ’ ‘আজ বদলে যাওয়ার দিন’ আসিফের ‘একাত্তরের শহীদ’ এবং বিশ্ব ক্রিকেটের উদ্বোধনী গান ‘ও পৃথিবী এবার এসে বাংলাদেশ নাও চিনে’ ৪টি কোরিওগ্রাফি। আর ৪টি গানের কোরিওগ্রাফি করেন সাংবাদিক রফিক সরকার। সাংস্কৃতিক অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কালীগঞ্জ উপজেলা যুব উন্নয়ন অফিসার শেখ নওশের আলী। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস.এম নজরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল আহসান তালুকদার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান এডভোকেট আশরাফী মেহেদী হাসান, মহিলা ভাইস-চেয়ারম্যান তাসলিমা রহমান লাভলী, কালীগঞ্জ পৌরসভার মেয়র মো. লুৎফুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ভাস্কর দেবনাথ বাপ্পি, উপজেলা প্রকৌশলী মো. আমিনুর রহমান, উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান আরমান, উপজেলার বিভিন্ন বিভাগে কর্মরত কর্তকর্তাবৃন্দসহ অডিটোরিয়ামে আমন্ত্রিত দর্শক।
ঈগল্স ড্যান্স গ্রুপ কালীগঞ্জ শাখার শিল্পীরা
