কলারোয়ায় শেষ হলো শীতকালীন স্কুল-মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় শেষ হলো উপজেলা পর্যায়ের জাতীয় শীতকালীন স্কুল ও মাদরাসা ক্রীড়া প্রতিযোগিতার খেলা। কলারোয়া পাইলট হাইস্কুল ফুটবল মাঠে সোমবার শেষদিনে ভলিবল, ক্রিকেট ও এ্যাথলেটিক্স’র বিভিন্ন ইভেন্টের ম্যাচ অনুষ্ঠিত হয়। ভলিবলে কলারোয়া পাইলট হাইস্কুল ২-০ সেটে চন্দনপুর হাইস্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। ক্রিকেটে কয়লা হাইস্কুল ৪ উইকেটে কলারোয়া পাইলট হাইস্কুলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। এছাড়াও এ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন (একক ও দ্বৈত), বর্শা নিক্ষেপ, লং লাফ, উচ্চ লাফ, গোলক নিক্ষেপসহ বিভিন্ন খেলা অনুষ্ঠিত হয়। ম্যাচগুলো পরিচালনা করেন বদরুজ্জামান বিপ্ল¬ব, আ.গফুর, আবুল কালাম আজাদ, স্বপণ কুমার ও আ.মান্নান। ধারাভাষ্যে ছিলেন প্রভাষক রফিকুল ইসলাম। পরে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও অনুপ কুমার তালুকদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া কর্মকর্তা এনামুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আ.হামিদ, শিক্ষক সমিতির সভাপতি মো.আমানুল্যাহ আমান, প্রধান শিক্ষক রুহুল আমীন, নুরুল ইসলাম, আ.রকিব, শামসুল হক, কপাই সা.সম্পাদক এড.শেখ কামাল রেজা, রবিউল ইসলাম, মাহফুজা খানম, ফারুক হোসেন স্বপন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মাস্টার শেখ শাহজাহান আলী শাহীন।
ঝড়েপড়া কিশোরীদের নিয়ে কলারায়ায় গঠিত কিশোরী ক্রিকেট টিমের প্রশিক্ষণের সমাপ্তি
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : ঝড়েপড়া কিশোরীদের নিয়ে কলারায়া উপজেলা কিশোরী ক্রিকেট টিম গঠিত হয়েছে। সোমবার ওই টিমের ১২দিন ব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ শেষে কলারোয়া হাইস্কুল মাঠে সমাপণি অনুষ্ঠান অনুষ্ঠিান হয়। এর আগে কিশোরীদের অংশগ্রহণে ‘এ’ দল ৫ রানে ‘বি’ দলকে পরাজিত করে। প্রশিক্ষক ছিলেন কলারোয়া ক্রিকেট একাডেমির পরিচালক নাজমুল আহসান মিলন ও সিরাজুল ইসলাম। ব্রাক কিশোর-কিশোরী উন্নয়ন কর্মসূচীর আওতায় ওই প্রশিক্ষণ শেষে সমাপনি অনুষ্ঠানে উপরোক্ত উপস্থিত ছিলেন ইউএনও অনুপ কুমার তালুকদার, জেলা ক্রীড়া কর্মকর্তা এনামুল হক, কলারোয়া পাবলিক ইন্সটিটিউটের সাধারণ সম্পাদক এড.শেখ কামাল রেজা, প্রধান শিক্ষক আ.রকিব, রুহুল আমীন, নুরুল ইসলাম, আমানুল্যাহ, ব্রাকের কর্মকর্তা মিনতি সরকার, মাহফুজা সুলতানা, রাজন কুমার দাস, রিতা মন্ডল প্রমুখ।
কলারোয়া সীমান্তে ফেনসিডিল উদ্ধার
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়া সীমান্তে ফেনসিডিল উদ্ধার করেছে বিজিবি। তবে এসময় কেউ আটক হয়নি। বিজিবির বরাত দিয়ে আমাদের কেঁড়াগাছি প্রতিনিধি খালেকুজ্জামান পলটু জানান, সোমবার ভোরে হিজলদী বিওপির বিজিবি সদস্যরা উপজেলার রামকৃষ্ণপুর এলাকা থেকে ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। যার আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।
কলারোয়ায় নৌকা প্রতিকের নির্বাচনী কর্মীসভা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : কলারোয়ায় নৌকা প্রতিকের নির্বাচনী কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ্উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক বিএম নজরুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন আসন্ন জাতীয় সংসদের সাতক্ষীরা-১ (কলারোয়া ও তালা) আসনের নৌকা প্রতিকের প্রার্থী জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক এড.মোস্তফা লুৎফুল্যাহ, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহম্মেদ, আ’লীগ নেতা সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু, উপজেলা ভাইস চেয়ারম্যান মনোয়ারা ফারুক, ওয়ার্কার্স পার্টির নেতা আ.রউফ, অধ্যা.মইনুল ইসলাম, জাসদ নেতা আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম মোস্তফা, কৃষকলীগের আহবায়ক হাসান মাসুদ পলাশ, যুবলীগ যুগ্ম আহবায়ক কাজী শাহাজাদা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। পরে উপজেলা বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন নৌকা প্রতিকের প্রার্থিসহ কর্মীসমর্থকরা।
কলারোয়ার চন্দনপুরে কৃষকলীগের দোয়া মাহফিল ও আলোচনা সভা
কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাবেক মন্ত্রী প্রয়াত আ’লীগ নেতা আ.রাজ্জাকের ২য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কলারোয়ার চন্দনপুরে কৃষকলীগের উদ্যোগে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় স্থানীয় গয়ড়া বাজারে আয়োজিত ওই সভায় চন্দনপুর ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক এমএ মাসুদ রানার সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শার্শা আ’লীগ নেতা শেখ কোরবান আলী, কলারোয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক হাসান মাসুদ পলাশ, ছাত্রনেতা ডালিম হোসেন, রাশেদ প্রমুখ। দোয়া পরিচালনা করেন কৃষকলীগ নেতা ইয়াকুব আলী।