শ্যামলবাংলা ডেস্ক : দশম সংসদ নির্বাচন পর্যবেক্ষণে পর্যবেক্ষক পাঠাচ্ছে না কমনওয়েলথও। ২২ ডিসেম্বর রবিবার এক চিঠি পাঠিয়ে নির্বাচন কমিশনকে ওই কথা জানিয়েছেন কমনওয়েলথ মহাসচিব।
মহাসচিবের ওই চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে সব দলের অংশগ্রহণ এবং পরিবেশ না থাকায় তারা ৫ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচন পর্যবেক্ষণ করবেন না। এ তথ্য নিশ্চিত করেছেন কমিশনের সচিব মোহাম্মদ সাদিক।
এর আগে শুক্রবার এক বিবৃতিতে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) দশম জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্তের কথা জানিয়েছিল। ৪ ডিসেম্বর কমনওয়েলথের ৩ সদস্যের একটি প্রতিনিধি দল সিইসি কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে।