ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধিঃ “রানার রানার রানার ছুটে চলেছে ঐ; ঝড়ঝঞ্ঝা বৃষ্টি -বাদল কিছুই বাধ সাধেনি তার”। এমনি এক অক্লান্ত পরিশ্রমি রানার ভোলাহাট উপজেলা পোষ্ট অফিসে কর্মরত মোর্তজা রেজা। উত্তরাঞ্চল রাজশাহী সার্কেলের আওতাধীন শ্রেষ্ঠ রানার নির্বাচিত হয়েছে। ০৯ অক্টোবর বিশ্ব ডাক দিবস’১৩ উদ্যাপন অনুষ্ঠানে বাংলাদেশ ডাক বিভাগের সদর দপ্তর ঢাকায় মহাপরিচালকের কার্যালয়ে তাকে সম্মাননা ও সংবর্ধনা দেয়া হয়। এরপর বিভাগীয় কার্যক্রম শেষে তাকে দেয় সম্মাননা পুরষ্কার হিসেবে ক্রেষ্ট, সনদপত্র ও দু’হাজার টাকার প্রাইজবণ্ড সোমবার ডাকযোগে ভোলাহাট পোষ্ট অফিসে এসে পৌঁছালে ডাক বিভাগের পক্ষে উপজেলা পোষ্ট মাষ্টার আসমতুলাহ এক অনারম্বরপূর্ণ অনুষ্ঠানের মধ্যদিয়ে শ্রেষ্ঠ রানার পুরষ্কার মোর্তজা রেজার হাতে তুলে দেন। অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন, ভোলাহাট প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তাজাম্মুল হক আরাফাত। শ্রেষ্ঠ রানার মোর্তজা রেজা শিবগঞ্জ উপজেলার রাধাকান্তপুর গ্রামের মৃত কসিমুদ্দিনের ও শারিমন নেসার পুত্র। কর্মজীবনে মোর্তজা রেজা খুবই দায়িত্বশীল এবং যেকোন বৈরী আবহাওয়া ঝড়-ঝঞ্ঝা, বৃষ্টি-বাদল ও সামান্য শারীরিক অসুস্থতা পর্যন্ত তাকে দায়িত্ব পালনে বিরত রাখতে পারেনি। তার কর্মের স্বীকৃতি পাওয়ায় তিনি উৎসাহ বোধ করছেন বলে তিনি তার প্রতিক্রিয়ায় জানিয়েছেন।