কুষ্টিয়া প্রতিনিধি : যীশু খ্রিস্টের জন্মদিন, শীতকালীন ছুটি ও আখিরী চাহার সোম্ভা উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)র অফিস ও ক্লাসসমূহ ২৫ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি পর্যন্ত ছুটি থাকবে। কর্তৃপক্ষ ছুটিকালীন সময়ে আবাসিক হলসমূহ বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ প্রেক্ষিতে ২৫ ডিসেম্বর সকাল ১০টার মধ্যে শিক্ষার্থীদের আবাসিক হলত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। আগামী ৭ জানুয়ারি সকাল ১০টায় আবাসিক হলসমূহ খুলে দেয়া হবে এবং ৮ জানুয়ারি হতে যথারীতি অফিস ও ক্লাসসমূহ চলবে।