মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : কোন প্রকার ইজারা ছাড়াই আত্রাই নদী থেকে বালু তুলে বিক্রির উৎসবে মেতে উঠেছেন একটি চক্র। প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে বালু তুলে বিক্রির মাধম্যে সরকারকে লক্ষ লক্ষ টাকার রাজস্ব ফাঁকি দিয়ে আসলেও রহস্যজনক কারণে প্রশাসন বালু উত্তোলন বন্ধে কোন ব্যবস্থাই গ্রহণ করছেনা বলে অভিযোগ উঠেছে। অভিযোগে জানা গেছে, নওগাঁর মান্দার জনৈক ময়নুল ইসলাম জুয়েলের নেতৃত্বে একটি চক্র ইজারা ছাড়াই দীর্ঘদিন যাবত আত্রাই নদীর কালিকাপুরসহ আশপাশের কয়েকটি চর থেকে অবিরাম বালু তুলে লক্ষ লক্ষ টাকায় বিক্রি করে আসছেন। একাধিক নৌকাযোগে এবং ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে তোলা এসব বালু স্তুপাকারে রাখা হয়েছে নদী ঘেঁষে। সেখান থেকে শত শত ট্রাক এবং ট্রাকটর ভর্তি বালু দেদারছে বিক্রি করা হচ্ছে। ‘চোরকা মাল দরিয়ামে ঢাল’ অবস্থার মত করে বালুগুলো বিক্রি করে সরকারী আইনকে বৃদ্ধাংগুলি দেখিয়ে জুুয়েল আঙ্গুল ফলে কলাগাছ হয়ে গেলেও নেই কারো ভ্রক্ষেপ। অভিযোগ রয়েছে, চতুর জুয়েল সরকারের সংশ্লিষ্ট কর্তাব্যক্তি এবং স্থানীয় প্রভাবশালীদেরও বালু বিক্রির অর্থের একটি অংশ দিয়ে আঙ্গুল ফুলে কলাগাছ করে দিচ্ছেন। সরকার যেখান থেকে লাখ লাখ টাকার রাজস্ব পেত, সে স্থান থেকে প্রকাশ্য দিবালোকে অবৈধভাবে বালু তোলার উৎসব চললেও সংশ্লিষ্টদের নীরবতায় ক্ষোভ এবং নানা প্রশ্নের জন্ম হয়েছে সচেতন মহলে।