আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে জুয়া খেলার অপরাধে ৩ জুয়ারুকে কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। ২৩ ডিসেম্বর সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুহুল আমিন জুয়া খেলার অপরাধে তাদের প্রত্যেককে এক মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। কারাদন্ডপ্রাপ্তরা হচ্ছে উপজেলার ছাতিয়ানগ্রামের চাঁদ মোহাম্মাদের পুত্র লোকমান সরকার (৪৮), আলতাফ হোসেনের পুত্র একরামুল হক (৪২) ও শ্রী সমেরন বাগচির পুত্র শ্রী সমেন বাগচি (৪৯)।
আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, তাদের রবিবার রাতে জুয়া খেলার সময় পুলিশ ছাতিয়ানগ্রাম থেকে গ্রেফতার করা হয়।