শাহ আলম, টাঙ্গাইল : ঢাকার গোপীবাগে শনিবার সন্ধ্যায় দুর্বৃত্তদের হাতে খুন হওয়া ৬ জনের মধ্যে কথিত পীর লুৎফর রহমান ও তার বড় ছেলে সরোয়ারুল ইসলাম ফারুক ও বাসার কাজের ছেলে মজিবরের লাশ অবশেষে কথিত পীরের গ্রামের বাড়ির উঠোনেই কবর দেয়া হয়েছে। স্থানীয় কবরস্থানে ঠাই না হলেও শেষ পর্যন্ত বাড়ির উঠোনেই ঠাই হল কথিত পীর, তার ছেলেসহ তিনজনের। রবিবার রাত ২.১৫ মিনিটে জানাযা শেষে টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার অজূর্না ইউনিয়নের ভড়ুয়া গ্রামে তাদের দাফন সম্পন্ন হয়।
নিহতের বড় ভাই ফরমান জানান, রাত ১২.৩০ মিনিটের দিকে লাশ বাড়িতে পৌছায়। পরে তাদের মরদেহ গোসল শেষে ২.১৫ মিনিটে জানাজা শেষে পৌনে তিনটায় দাফন সম্পন্ন হয়। তিনি আরো জানান, এলাকার কবরস্থানে দাফন করতে চাইলে গ্রামবাসীদের বাধার মুখে পড়ে পরিবার। এলাকাবাসী লুৎফরের লাশ কবরস্থানে কবর দিতে বাঁধা দেয়। পরে বাড়ির উঠোনেই তিনটি কবর খুড়ে তাদের লাশ দাফন করা হয়।
উল্লেখ্য, শনিবার সন্ধ্যায় রাজধানীর গোপীবাগের এক ভাড়া বাসায় কথিত পীর লুৎফর রহমান ও তার বড় ছেলেসহ ৬ জনকে গলা কেটে খুন করে দুর্বৃত্তরা।