রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সুচিন্তিতভাবে ভোট না দিলে দেশের উন্নয়ন ব্যাহত হবে : মতিয়া চৌধুরী

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৩ ২:২৫ অপরাহ্ণ

motia pic 22জাহাঙ্গীর আলম তালুকদার, নালিতাবাড়ী (শেরপুর) : দশম জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, কৃষি, মৎস ও প্রাণী সম্পদ মন্ত্রী ও শেরপুর-২ (নালিতাবাড়ী-নকলা) আসনের প্রার্থী বেগম মতিয়া চৌধুরী  বলেছেন, এটা আঞ্চলিক কোন নির্বাচন বা ভোট না, এটা সারা দেশের সরকারের ভোট। কাজেই এ নির্বাচনে সুচিন্তিতভাবে ভোট না দিলে দেশের উন্নয়ন ব্যাহত হবে। তিনি ২২ ডিসেম্বর রবিবার দুপুরে তার নির্বাচনী এলাকা নালিতাবাড়ী উপজেলার রাবার ড্যাম বাজারে গণসংযোগকালে এক সংক্ষিপ্ত সভায় ওই কথা বলেন।
মতিয়া চৌধুরী বলেন, ৫ বছরে মাইনা বাড়াইলাম, সার দিলাম, ১ কোটি ১৮ লক্ষ ১৮ হাজার টাকার উপবৃত্তি দিলাম, ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করলাম। আওয়ামী লীগ ছাড়া এ কাজ আর কেউ করতে পারত না। যার কাছে পেয়েছি, আরও পাবো, তার কাছেই যাবো- যদি এটা মনে করেন, তাহলে আাপনাদের কাছে দু’হাত পেতে আবারও নৌকা মার্কায় ভোট চাই।
তিনি বলেন, বিরোধী দল দেশকে ধ্বংস করার খেলায় মেতে উঠেছে। তাদের এ খেলা সফল হবে না। তিনি আওয়ামী লীগকে মানুষের পরিক্ষিত দল হিসেবে উল্লেখ করে বলেন, এ দল যখনই ক্ষমতায় আসে, তখনই মানুষ কিছু পায়। আগামীতেও দেশের উন্নয়নের জন্যই মানুষ নৌকা মার্কার প্রার্থীকে বিজয়ী করবে।
সভায় অন্যান্যের মধ্যে নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হালিম উকিল, সাধারণ সম্পাদক মোকসেদুর রহমান লেবু, যুগ্ম সাধারণ সম্পাদক শহীদ উল্লাহ তালুকদার মুকুল, অর্থ সম্পাদক গোপাল সরকার, নারীনেত্রী লাইলী বেগমসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, এ আসনে মতিয়া চৌধুরীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের পদত্যাগী চেয়ারম্যান কৃষিবিদ বদিউজ্জামান বাদশা। তার প্রতীক আনারস।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!