সিংড়া (নাটোর) প্রতিনিধি : নাটোরের সিংড়ায় অবরোধকারীদের হামলায় ইটভাটার শ্রমিক গোলাপ (২৫) আহত হয়েছে। শনিবার সন্ধ্যায় নাটোর বগুড়া মহাসড়কের সিংড়া বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। আহত শ্রমিককে সিংড়া উপজেলা কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
জানা যায়, শনিবার সন্ধ্যায় অবরোধের সমর্থনে সিংড়া বাসস্ট্যান্ডে পৌর বিএনপির উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এসময় ইটবাহী একটি টেম্পু যাবার পথে মিছিলকারীরা হামলা চালায়। এতে ওই চালক আহত হয়। আহত শ্রমিক গোলাপ উপজেলার তেলীগ্রামের ইব্রাহিম আলীর পুত্র। রিপোর্টটি লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিল।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।