রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সরকারের সদিচ্ছা থাকলে এখনও সমঝোতা সম্ভব : নজরুল ইসলাম খান

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২২, ২০১৩ ৮:৫৪ অপরাহ্ণ

 Nazrul-12শ্যামলবাংলা ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, সরকারের সদিচ্ছা থাকলে এখনও সমঝোতা সম্ভব। তাই সমঝোতার মাধ্যমে সকলের অংশগ্রহণে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা করা যায়। তিনি ২২ ডিসেম্বর রবিবার সন্ধ্যায় গুলশানের বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ওই কথা বলেন। পূর্বঘোষিত টানা ৮৩ ঘন্টার অবরোধ কর্মসূচির দ্বিতীয় দিনের পরিস্থিতি জানাতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এসময় তিনি বলেন, সরকারের সদিচ্ছা থাকলে সংলাপ ও সমঝোতার মাধ্যমে নির্বাচনের জন্য এখনও সময় আছে।
নজরুল ইসলাম বলেন, ৫ জানুয়ারি সংসদ নির্বাচন না করলে সংবিধান ধ্বংস হয়ে যাবে, সরকারি দলের নেতারা এমন বক্তব্য দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে বলে অভিযোগ করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, অবরোধের দ্বিতীয় দিনে সারা দেশে ৩শ ৩৭ জন গ্রেপ্তার, ৬৫ জন গুলিবিদ্ধ হয়েছে। ২৬ শ বিরোধী নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও বলেন, এই সরকারকে বলব, দেশ, জনগন ও গণতন্ত্রের স্বার্থে আলোচনার মাধ্যমে সমঝোতা হলে সবার অংশ গ্রহনে দশম সংসদ নির্বাচনের উদ্যোগ নিন। সংখ্যাগরিষ্ঠ মানুষকে তাদের ভোটাধিকার ফিরিয়ে দিন। জনগন ও সংবিধানের প্রতি দায়িত্ব পালনের যে শপথ নিয়েছেন, তা পুরণ করুন। দলীয় সরকার না হয়ে দেশের সরকার হউন। তিনি একই সঙ্গে বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে জনগনকে চলমান আন্দোলন থেকে সরানো যাবে না বলেও হুশিয়ারি দেন।
সব দলের অংশগ্রহণমূলক নির্বাচনের বিষয়ে দলের অবস্থান পরিস্কার করে তিনি বলেন, আমরা সকলের অংশগ্রহনের একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন চাই। সরকার জনগনের ভোটাধিকারকে হরণ করে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪ জনকে বিজয়ী করার মাধ্যমে  নির্বাচনী নাটকের প্রথম অংশ শেষ করে এবার আগামী ৫ জানুয়ারি প্রতিদ্বন্দ্বিতার নামে ফ্রেন্ডলী ম্যাচ কিংবা পাতানোর খেলার আয়োজন করেছে। দেশের মানুষ এই নাটক ও খেলায় নেই।
সম্মেলনে অন্যান্যের মধ্যে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন, সহ-দপ্তর সম্পাদক আবদুল লতিফ জনি, শামীমুর রহমান শামীম ও আসাদুল করীম শাহিন প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গতকাল শনিবার সকাল ৬টা থেকে বিএনপি নেতৃত্বাধীন ১৮দলীয় জোটের ডাকা পঞ্চম দফা অবরোধ কর্মসূচি শুরু হয়েছে। ওই কর্মসূচি শেষ হবে মঙ্গলবার বিকাল ৫টায়। ৮৩ ঘন্টার অবরোধ শেষ হওয়ার পর সন্ধ্যায় আসন্ন সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, প্রধানমন্ত্রীর প্রস্তাবের পাল্টা জবাব ও ১৮ দলীয় জোটের ভবিষ্যত করণীয় বিষয় সম্পর্কে সংবাদ সম্মেলন করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!