রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কর্তৃক আয়োজিত দেশের চলমান নাসকতামূলক কর্মকান্ড কঠোর হস্তে দমন সহ কুক্ষাত আলবদর কসাই কাদের মোলার ফাঁসির রায়ে পাকিস্তান পার্লামেন্টে শোক প্রস্তাবের প্রতিবাদে বিক্ষোভ মিছিল, মানবন্ধন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
রবিবার বেলা ১২টায় উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ প্রাঙ্গন থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা বাসস্ট্যান্ডে এক মানববন্ধনের আয়োজন করা হয়।
এতে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার এ্যাডঃ মোঃ ইসমাইল হোসেন’র সভাপতিত্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শহিদুলাহ মিঞা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, সাবেক কমান্ডার রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন, থানা আ’লীগের সাংগাঠনিক সম্পাদক বেলাল হোসেন ,পারইল ইউপি কমান্ডার মসলিম উদ্দিন প্রমুখ। এসময় বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে উপজেলার সকল শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্ত্রী, সন্তান, নাতি-নাতনি সহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ যোগ দেন।
মানববন্ধন শেষে পাকিস্তানি পতাকায় আগুন জ্বালিয়ে পড়ানো হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট প্রধান মন্ত্রী বরাবর এক স্মারকলিপি প্রদান করা হয়।