মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর মহাদেবপুরে নিপাহ ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণের উপর দিনব্যাপী অবহিতকরণ কর্মশালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ২২ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আ. জব্বার। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রিয়াছাত হায়দার টগর, ইউএনও আমিনুর রহমান, আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ আখতারুজ্জামান (আলাল), বিশ্ব স্বাস্থ্য সংস্থার কনসালটেন্ট ডা. মো. আবু আলী মুর্তজা রাসেল প্রমুখ। কর্মশালায় সরকারী কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সদস্য, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।