রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বিলাইছড়িতে ঊষাতন তালুকদারের জনসংযোগ

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৩ ৫:৪০ অপরাহ্ণ

Belaichariবিলাইছড়ি (রাঙ্গামাটি) প্রতিনিধি : রাঙ্গামাটি পার্বত্য আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী ও আঞ্চলিক পরিষদ সদস্য ঊষাতন তালুকদার বলেছেন,পার্বত্যাঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে পাহাড়ি-বাঙ্গালী মিলে সুন্দর পরিবেশে বসবাস করব।

Shamol Bangla Ads

পাহাড়ে বছরের পর বছর বিরাজমান সমস্যা দুঃখজনক উল্লেখ করে তিনি বলেন,এমপি হলে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাসহ উন্নয়ন সুনিশ্চিত করব। মানুষ হিসেবে মানুষের সেবা করার সুযোগ দেয়ার নিমিত্তে ৫ জানুয়ারী হাতী মার্কা প্রতীকে ভোট দেয়ার জন্য পাহাড়ি-বাঙ্গালী সকল ভোটারের প্রতি তিনি উদাত্ত আহবান জানান। এবার রাঙ্গামাটিতে প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার ও ঊষাতন তালুকদার এ দুই তালুকদারের ভোটযুদ্ধ উল্লেখ করে তিনি বলেন অতীতে দীপংকর তালুকদার অনেকবার নির্বাচিত হয়েছে আর এবার ঊষাতন তালুকদারকে নির্বাচিত করে পাহাড়ে সকল সম্প্রদায়ের অধিকারসহ উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠা করতে হবে। সাবেক চেয়ারম্যান ও জেএসএস (জনসংহতি সমিতি) সভাপতি শুভমঙ্গল চাকমার সভাপতিত্বে বিলাইছড়ি বাজারে ২২ ডিসেম্বর (রবিবার) অনুষ্ঠিত নির্বাচনী প্রচারণা সভায় বিপুল সংখ্যক ভোটারের উপস্থিতিতে শোডাউন হয়।

উক্ত নির্বাচনী প্রচারণা সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন জেএসএস কেন্দ্রীয় নেতা ও আঞ্চলিক পরিষদ সদস্য শক্তিপদ এিপুরা,চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ও বীরোত্তম তঞ্চঙ্গ্যা প্রমুখ। অনুষ্ঠানে জেএসএস সমর্থিত উল্লেখিত স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী ইসতেহার পাঠ করে শোনান শ্যামাপুদি চাকমা। নির্বাচনী প্রচারণা সভায় ঊষাতন তালুকদার পাহাড়ে ইউপিডিএফ এর অপহরণ,চাঁদাবাজি ও অস্ত্রবাজির সমালোচনা করে নির্বাচিত হলে সকল সন্ত্রাসী কর্মকান্ড নির্মুল করে এলাকায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!