পাবনা প্রতিনিধি : পাবনা-১ (সাঁথিয়া-বেড়া আংশিক)আসনের স্বতন্ত্র প্রার্থী সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. অধ্যাপক আবু সাইয়িদের কর্মীদের উপর আওয়ামীলীগ দলীয় প্রার্থী এ্যাড. শামসুল হক টুকুর সমর্থকরা হামলা চালিয়ে একজনকে গুরুতর আহত করেছে। এ ব্যাপারে সাঁথিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
জানাযায়, ২২ ডিসেম্বর দুপুরে উপজেলার নন্দনপুর বাজারে ঐ গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে মাহমুদ হোসেন মাস্টার ভ্যান চালক আজিমুদ্দিনকে সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী অধ্যাপক আবু সাইয়িদের তালা প্রতীক সাটাতে লাগে। এ সময় আওয়ামীলীগ দলীয় প্রার্থী স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এ্যাড. শামসুল হক টুকুর সমর্থক উপজেলার তেঁতুলিয়া গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে টুটুল(৩৫) ও মুন্নাফ মেম্বারের ছেলে ইসরাফিলের নেতেৃত্বে ৫/৬ জন অস্ত্র হাতে পোষ্টার সাটানো বাঁধা দেয়। মাহমুদ মাস্টার তাদের বাঁধা উপেক্ষা করে পোষ্টার সাটায়। এতে ক্ষিপ্ত হয়ে টুকুর সমর্থকরা মাহমুদ(৪৫) কে বেধম মারপিট করে আহত করে। পরে তাকে সাঁথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। এব্যাপারে সাঁথিয়া থানায় ৯ জনকে আসামী করে অভিযোগ দায়ের করা হয়েছে। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশের কোন তৎপরতা না থাকায় এলাকাবাসী বিষ্ময় প্রকাশ করেছে।