নরসিংদী প্রতিনিধি : নরসিংদী সদর থানা পুলিশ ২২ ডিসেম্বর রবিবার সকালে মিলন হোসেন (৩২) নামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে। নরসিংদী শহরের রাঙ্গামাটি এলাকার দুলাল হোসেনের ছেলে নিহত মিলন শনিবার রাতে বাড়ী থেকে বের হয়। এরপর সে আর বাড়ী ফিরে আসেনি। গতকাল রবিবার সকালে রাজারদী গ্রামের নিকট কালিবাজার এলাকায় পাকা রাস্তার উপর গলাকাটা অবস্থায় তার লাশ দেখতে পেয়ে লোকজন পুলিশে খবর দেয়। নরসিংদী সদর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরন করেছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।