রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

দেবিদ্বারে ২ আ’লীগ নেতাকে বহিস্কার নিয়ে আ’লীগের কোন্দল চরমে

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৩ ৫:০৮ অপরাহ্ণ
দেবিদ্বারে ২ আ’লীগ নেতাকে বহিস্কার নিয়ে আ’লীগের কোন্দল চরমে

দেবিদ্বার (কুমিল­া) প্রতিনিধি :   দলের গঠনতন্ত্র উপেক্ষা করে কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের স্বতন্ত্র প্রার্থী ও  উপজেলা আ’লীগের ২ প্রভাবশালী নেতাকে বহিস্কারের জের ধরে উপজেলা আ’লীগে ত্রিমুখী  কোন্দল ছড়িয়ে পড়েছে। বহিস্কারের ঘোষনার পর থেকে দলের তৃণমুল নেতাকর্মীদের তোপের মুখে পড়ে চরম বিপাকে পড়েছেন উপজেলা আ’লীগের নেতারা। বিষয়টি নিয়ে স্থানীয় নেতাকর্মীরা ক্ষোভে ক্রমেই ফুঁসে উঠছেন।
জানা যায়, দেবিদ্বার উপজেলা আ’লীগের প্রভাবশালী নেতা ও উপজেলা চেয়ারম্যান রাজী মোহাম্মদ ফখরুল এবং অপর আ’লীগ নেতা শিল্পপতি রোশন আলী মাষ্টার ১০ম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র পদে প্রার্থী হয়েছেন। দলীয় সূত্র জানায়, গত বৃহস্পতিবার উপজেলা আ’লীগের একটি অংশ ষড়যন্ত্রমুলক ভাবে ওই দুই নেতাকে বহিস্কারের ঘোষণা দিয়ে এলাকায়  বিতর্কের জন্ম দিয়েছেন। এ বিষয়ে  জেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আউয়াল খান বলেছেন, উপজেলা আ’লীগের নেতারা যে প্রক্রিয়ায় দুই প্রার্থীকে বহিস্কার করেছেন, তা বৈধ হয়নি, তারা যে প্রক্রিয়ায় বহিস্কারের ঘোষণা দিয়েছেন তা দলের গঠনতন্ত্রের পরিপন্থি তাই ক্ষতিগ্রস্থ কেউ যদি এ নিয়ে আমাদের কাছে লিখিত অভিযোগ করেন তাহলে বহিস্কার ঘোষণাকারীদের বিরুদ্ধে সাংগঠনিক বিধি মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা নেয়া  হবে। কথিত বহিস্কৃত প্রার্থী রাজী মোহাম্মদ ফখরুল এবং রোশন আলী মাষ্টার জানান, স্থানীয় সাংসদের চাপের মুখে এবং স্থানীয় অতিউৎসাহী কতিপয় নেতার ইন্ধনে এ অবৈধ বহিস্কারের নাটক সৃজন করা হয়েছে। এদিকে এ বহিস্কার নাটকের পর দেবিদ্বারের তৃণমুল নেতাকর্মীরা ওই অংশটির উপর চরমভাবে ক্ষুব্ধ হয়েছে বলে জানাগেছে। এ নিয়ে যেকোন সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। তৃণমুল নেতারা জানায়, জেলা আ’লীগ নেতা হুমায়ুন মাহমুদ ও স্থানীয় সাংসদকে ভুল বুঝিয়ে এবং উপজেলা আ’লীগ সভাপতি ও সাধারন সম্পাদক সহ কয়েকজন মিলে দলের গঠনতন্ত্র উপক্ষো করে  ২ প্রার্থীকে বহিস্কার করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!