ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধিঃ যশোরের মনিরামপুর উপজেলার মশিহাটি গ্রামের হেলারবিল থেকে খুলনার ডুমুরিয়া উপজেলার উত্তম মন্ডলের (৩০) নামের এক যুবকের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার জিয়ালতলা গ্রামের সুর্যকান্ত মন্ডলের ছেলে।
পুলিশ ও নিহতের পারিবার সুত্রে জানা গেছে, ডুমুরিয়া উপজেলার শোভনা ইউনিয়নের জিয়ালতলা গ্রামের সুর্যকান্ত মন্ডলের ছেলে উত্তম গত ১৮ ডিসেম্বর বুধবার াড়ি থেকে বের হয়। এরপর গতকাল রোববার সকালে মনিরামপুর থানা পুলিশ উপজেলার মশিহাটি গ্রামের হেলারবিল শ্মশানের পাশ থেকে মাথায় ও বুকে গুলিবিদ্ধ অবস্থায় তার লাশ উদ্ধার করেছে।
নিহতের পিতা সুর্যকান্ত মন্ডল বলেন, আমার ধারণা হচ্ছে সন্ত্রাসীরা তাকে মারতে পারে। তবে এলাকার অপর একটি সুত্রে জানা গেছে, নিহত উত্তম ডুমুরিয়া শোভনা এলাকায় একটি সন্ত্রাসী বাহিনী গড়ে তুলেছিলো। তার জের ধরে এই হত্যাকান্ড ঘটতে পারে।
মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর রেজাউল হোসেন বলেন, মৃত্যুর ধরণ দেখে প্রাথমিক ভাবে ধারণা হচ্ছে, কোনো কোন্দলের জের ধরে তাকে হত্যা করা হতে পারে। তার লাশ ময়নাতদন্তের জন্য যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।