টাঙ্গাইল প্রতিনিধি : ৮৩ ঘন্টা অবরোধের ২য় দিন রবিবার সকালে টাঙ্গাইলের ঘাটাইলে অবরোধকারীরা ১৫/২০টি ট্রাক ও সিএনজি ভাংচুর করে।টাঙ্গাইল- ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন স্থানে তারা এ ভাংচুর চালায়। এসময় ভাংচুরের অভিযোগে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৪ ছাত্রদল কর্মিকে আটক করে। আটককৃতরা হলো উপজেলা ছাত্রদলের সদস্য ছানোয়ার হোসেন (২০), খোকন(১৯) এনামুল হক,এবং জসিম উদ্দিন(১৯)। তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।