স্টাফ রিপোর্টার : ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতিকে গ্রেফতারের প্রতিবাদে সোমবার চট্টগ্রামে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল। ২২ ডিসেম্বর রবিবার সকালে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদলের পক্ষ থেকে যৌথভাবে ওই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী সিরাজুল্লাহ। তিনি জানান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে গ্রেফতারের প্রতিবাদে চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর ও চট্টগ্রাম দক্ষিণ ছাত্রদল যৌথভাবে সোমবার সকাল-সন্ধ্যা চট্টগ্রাম জেলায় হরতাল পালন করবে।
উল্লেখ্য, শনিবার দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে এক সহযোগিসহ ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ওইসময় তার সঙ্গে থাকা তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি বেলায়েত হোসেনকেও গ্রেফতার করা হয়। ৬ ডিসেম্বর ভোরে রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরের একটি বাসা থেকে ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভূঁইয়াকে গ্রেফতার করে করে গোয়েন্দা পুলিশ। ১৭ নভেম্বর গ্রেফতার হন ছাত্রদলের সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব।