ঝালকাঠি -১ আসনে শাহজাহান ওমর নির্বাচনে না আসায় ও আনোয়ার হোসেন মঞ্জু মনোনয়ন পত্র প্রত্যাহার করার সুযোগে,জাপা ও আওয়ামীলীগের প্রার্থীর ঘুম ভাঙ্গেনি
এইচ এম নাসির উদ্দিন আকাশ ঝালকাঠি : দশম জাতীয় সংসদ নির্বাচনের বাকী মাত্র ১৪ দিন । আগামী ৫ জানুয়ারি এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। কিন্তু ঝালকাঠি – ১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে প্রধান মন্ত্রীর নির্বাচনকালীন উপদেষ্টা ও জাতীয় পার্টির জেপির চেয়ারম্যান, আনোয়ার হোসেন মঞ্জুর মনোনয়ন পত্র প্রত্যাহার করায় এবং বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক আইন প্রতিমন্ত্রী আলহাজ্ব ব্যারিষ্টার মুহাম্মাদ শাহজাহান ওমর বীরউত্তম নির্বাচনে অংশ না নেওয়ার ফলে ফাকা মাঠে সরকার দলীয় সাংসদ বিএইচ হারুন ও জাতীয় পার্টি জাপার প্রার্থী প্রভাষক মোঃ নাসির উদ্দিন হাওলাদার এর এখন ও ঘুম ভাঙ্গেনি। এ দুজন প্রার্থীর পক্ষে নির্বাচনি এলাকার কোথাও কোন পোস্টার,লিফলেট,ব্যানার,মাইকিং কিংবা গনসংযোগ বা সভা সমাবেশ এখন পর্যন্ত দেখা জায়নি। এমনকি দুই প্রার্থীর কাউকিই জন সম্মূখে দেখা যাচ্ছেনা। ১৮ দলীয় জোট নির্বাচনে না যাওয়ায় এবং আওয়ামীলীগের নীতি নির্ধারকদের ইশারায় প্রধান মন্ত্রীর উপদেষ্ঠা ও জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু মনোনয়ন পত্র প্রত্যাহার করায় এবং জাতীয় পার্টির জাপার নতুন প্রার্থীর রাজনৈতিক মাঠে তেমন পরিচিতি না থাকায় আওয়ামীলীগ দলীয় প্রার্থী বিএইচ হারুন এর বিজয় নিশ্চিত ভেবে নাকে তৈল দিয়ে ঘুমাচ্ছেন বলে কাঠালিয়া-রাজাপুরে গুঞ্জন রয়েছে। ২ ডিসেম্বর মনোনয়ন পত্র জমা দেয়ার পর বি এইচ হারুন পা রাখেননি নির্বাচনি এলাকা রাজাপুর ও কাঠালিয়ায়। মাঠে নেই দলীয় নেতাকর্মিরা। নিরুত্বাপ এ নির্বাচনকে সামনে রেখে জাপার প্রার্থী মোঃ নাসির উদ্দিন হাওলাদার গোপনে গোপনে গনসংযোগ চালিয়ে যাচ্ছেন বলে শোনা যাচ্ছে। এ ব্যাপারে মোবাইলে তিনি এ সংবাদ কর্মিকে জানান,তিনি বিএনপিসহ ১৮ দল নির্বাচনে না আসায় এবং স্থানীয় আওয়ামীলীগের মধ্যে গ্র“পিং থাকায় সাধারন মানুষ আমার পক্ষে রায় দিবেন বলে আমি আশাাবাদি।