শ্যামলবাংলা ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন ঢাকায় নিযুক্ত কুয়েতের রাষ্ট্রদূত আলী আহমেদ ইব্রাহিম আল দুফাইরি। ২১ ডিসেম্বর শনিবার রাত সোয়া ৮টার দিকে খালেদা জিয়ার গুলশানের বাসভবনে ওই বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা গেছে, বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও ২ দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় ওই বৈঠকে। বৈঠকে খালেদা জিয়া বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি নিতে কুয়েতি রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান। সেইসাথে বাংলাদেশের আর্থ-সামাজিক বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কুয়েতের সহযোগিতার প্রশংসা করেন। এসময় বাংলাদেশের সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে কুয়েতের সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন কুয়েতি রাষ্ট্রদূত আল দুফাইরি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির সহ-সভাপতি শমসের মবিন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহউদ্দিন আহমেদ ও মধ্যপ্রাচ্য বিষয়ক দূত এনামুল হক চৌধুরী।