রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুষ্টিয়া-৪ আসনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র মোড়কে বিদ্রোহী প্রার্থীর অবস্থান

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৩ ৬:০৩ অপরাহ্ণ

Kushtia. 4 asonকুষ্টিয়া প্রতিনিধি : দশম জাতীয় সংসদ নির্বাচনের দিন ঘনিয়ে আসার সাথে সাথে কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী) আসনে জমজমাট হয়ে উঠছে নির্বাচনী লড়াই। এ আসনে আ’লীগ দলীয় প্রার্থী আব্দুর রউফ’র (নৌকা প্রতীক) বিরুদ্ধে স্বতন্ত্র মোড়কে বিদ্রোহী প্রার্থী হিসাবে অবস্থান নিয়েছেন এবং মূল প্রতিদ্ব›িদ্ব প্রার্থী হিসাবে প্রতিদ্ব›িদ্বতা করছেন স্থানীয় আ’লীগ সমর্থিত আ’লীগের জাতীয় পরিষদের সদস্য, খোকসা উপজেলা আ’লীগের সাবেক সভাপতি ও খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান সদর উদ্দিন খান (কলস প্রতীক)। এ ছাড়াও এই আসনে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন জাতীয় যুব জোটের সভাপতি রোকনুজ্জামান রোকন (ফুটবল প্রতীক) ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) কেন্দ্রীয় নেতা আব্দুল বারী জোয়ার্দ্দার (কুঁড়েঘর প্রতীক)। এ আসনটিতে তাদের উলে­খযোগ্য সংখ্যক কর্মী সমর্থক নেই। তবুও নির্বাচনী মাঠে ছুটে বেড়াচ্ছেন তারা। দেখাও যাচ্ছে তাদের পোষ্টার। তবে আ’লীগ দলীয় প্রার্থী আব্দুর রউফ ও তাঁর নৌকা প্রতীক সম্বলিত পোষ্টার এবং স্বতন্ত্র মোড়কে বিদ্রোহী প্রার্থী সদর উদ্দিন খান’র কলস প্রতীক সম্বলিত পোষ্টার দেখা যাচ্ছে জনবহুল এলাকা সহ শহর ও গ্রামাঞ্চলের হাট-বাজারগুলোতে। মূলত: এ আসনে জয় পরাজয়ের হিসাব নিকাশ গণনায় রয়েছে আব্দুর রউফ এবং সদর উদ্দিন খানের নাম। তাদের মধ্যেই যে কেউ বিজয়ী হচ্ছেন এটা নিশ্চিত ধরে নিয়েই অংক কষছেন নির্বাচন বিশ্লেষকেরা।
অন্যদিকে, এই আসনে আওয়ামী লীগ সভনেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন দিয়েছেন কুমারখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কুষ্টিয়া জেলা আ’লীগের সাবেক যুগ্ন-আহবায়ক আব্দুর রউফকে। শেখ হাসিনা স্বাক্ষরিত দলীয় মনোনয়ন পত্র হাতে নিয়ে আব্দুর রউফ নির্বাচনী আসনে ফিরেই মহান মুক্তিযুদ্ধে সংগঠক ও জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর শহীদ গোলাম কিবরিয়ার কবর জিয়ারত এর মধ্যদিয়ে তাঁর নির্বাচনী কার্যক্রম শুরু করলেও তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন স্থানীয় আ’লীগ। তবে হাত-পা গুটিয়ে বসে নেই দলীয় মনোনয়ন প্রাপ্ত প্রার্থী আব্দুর রউফ। তিনি স্থানীয় প্রবীণ ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, ব্যবসায়ী সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে সর্বস্তরে চষে বেড়াচ্ছেন। তৃণমূল পর্যায়ের মানুষের মাঝে তিনি একজন ক্লিন ইমেজধারী হিসেবেই পরিচিত। সে কারণে তৃণমূল পর্যায়ের মানুষ তাঁকে অত্যন্ত গ্রহণযোগ্য প্রার্থী হিসাবেই মূল্যায়ন করছেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দলীয় নৌকা প্রতীক নিয়ে চরম দ্বিধাদ্বদ্বে ভূগছেন। অনেকেই নৌকা প্রতীকের বিপরীতে ভোট প্রদানে অনিচ্ছুক। নৌকা প্রতীকের প্রতি অনঢ় অবস্থানকে নিশ্চিত করে ইতোমাধ্যেই আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরে নৌকা সমর্থক গোষ্ঠী নামক একটি সংগঠন। তারা সকল প্রকার দ্বিধাদ্ব›দ্ব ভূলে নৌকা প্রতীকের পক্ষে কাজ করার জন্য আ’লীগের সকল স্তরের নেতাকর্মীদেরকে আহবান জানায়। তবুও স্থানীয় আ’লীগ নেতারা স্বতন্ত্র প্রার্থী খোকসা উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য সদর উদ্দিন খান কে সমর্থন দিয়ে তার পক্ষেই নির্বাচনী প্রচার প্রচারণা চালাচ্ছেন। তিনি আ’লীগ সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকের দাবী, এতে দলের সাংগঠনিক ভাবমূর্তিই বিনষ্ট হচ্ছে।
এদিকে, উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানাগেছে, কুষ্টিয়া-৪, খোকসা-কুমারখালী আসন ২০টি ইউনিয়ন ও ২টি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনটির মোট ভোট সংখ্যা- ৩ লক্ষ ১২ হাজার ৫৮২ । এর মধ্যে কুমারখালী উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মোট ভোট সংখ্যা- ২ লক্ষ ২৩ হাজার ৩৮৮, যার মধ্যে পুরুষ ১ লক্ষ ১১ হাজার ৭৬৮ এবং মহিলা ১ লক্ষ ১১ হাজার ৬২০। এ উপজেলার ভোট কেন্দ্রের সংখ্যা ৯৬টি, বুথ সংখ্যা- ৫২৫টি।
খোকসা উপজেলার ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার মোট ভোট সংখ্যা- ৮৯ হাজার ১৯৪। এর মধ্যে পুরুষ ৪৪ হাজার ৬৬৭ এবং মহিলা ৪৪ হাজার ৫২৭। এ উপজেলার মোট ভোট কেন্দ্রের সংখ্যা- ৪৪টি, বুথ সংখ্যা- ২০৩টি।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!