রবিবার , ২২ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুমিল­ায় ককটেল আতঙ্ক : নগরীতে ১৪টি ককটেল উদ্ধার

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২২, ২০১৩ ৫:৫২ অপরাহ্ণ

 কুমিল্লায় উদ্ধাকৃত ককটেল


কুমিল্লায় উদ্ধাকৃত ককটেল

Shamol Bangla Ads

তাপস চন্দ্র সরকার, চট্টগ্রাম উত্তর ব্যুরো : কুমিল­ায় নাশকতা আশঙ্কায় রাজনৈতিক সহিংসতায় বিস্ফোরকের ব্যবহার আশঙ্কাজনকহারে বেড়ে যাচ্ছে হাত বোমা। নগরীর বিভিন্ন স্থানে গোপনে তৈরী করছেন ককটেল, হাত বোমা ও পেট্রোল বোমাসহ বিভিন্ন ধরনের বিস্ফোরক।  কুমিল­া বিশেষ গোয়েন্দা শাখা (ডিবি)’র উপ-পুলিশ পরিদর্শক সোহেল আহমেদের নেতৃত্বে নগরীর দৌলতপুর থেকে একাধিকবার ককটেল উদ্ধার করা হয়। ওই সময় দৌলতপুর থেকে ১৫টি ককটেল উদ্ধার করা হয়েছিল। ফলে নাশকতা আশঙ্কায় কুমিল­া দিন দিন হাত বোমা ব্যবহার বেড়েই চলছে। রবিবার ও শনিবার ডিবি পুলিশের অভিযানে নগরীর দক্ষিণ চর্থা তালতলা চৌমুহনী ৮টি ও নওয়াববাড়ি চৌমুহনী ৬টিসহ ১৪টি ককটেল পরিত্যক্ত অবস্থা উদ্ধার করেছে বিশেষ গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

কুমিল­া ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল­া বিশেষ গোয়েন্দা (ডিবি) পুলিশ’র সেক্রেটারী অফিসার জিল­ুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক (এসআই) সোহেল আহমেদ, এএসআই নজরুলসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে রবিবার ভোরে নগরীর দক্ষিণ চর্থা তালতলা চৌমুহনীর বায়তুল নুর বাড়ির পাশ থেকে ৮টি ককটেল ও শনিবার রাত সাড়ে ১১টায় নওয়াববাড়ি চৌমুহনী এলাকার বাবুল ঠিকাদারের বাড়ির পাশের ড্রেন থেকে ৬টি ককটেল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। ককটেলগুলো নিস্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় কেউ আটক হয়নি। এ বিষয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান।

Shamol Bangla Ads

এ বিষয়ে উপ-পুলিশ পরিদর্শক সোহেল আহমেদ জানান- নাশকতা আশঙ্কায় ককটেলগুলো তৈরী করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোবাবর রাতে ১৪টি ককটেল উদ্ধার করে নিস্ক্রিয় করা হয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!