চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌরসভার ২নং ওয়ার্ড যুবলীগের সাধারণ স্ম্পাদক মাসুদ রানা (৩০) কে কুপিয়ে গুরুতর আহত করেছে দুর্বৃত্তরা। শনিবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটে। মাসুদ ওই এলাকার আলম হোসেন’র ছেলে।
প্রত্যক্ষদর্শীদের উদ্ধৃতি দিয়ে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, শনিবার সকাল ১০টার দিকে মাসুদ রানা শহরের একতা ক্লিনিকের পাশে বন্ধুদের সঙ্গে গল্প করছিল। এ সময় ৬-৭ জন দুর্বৃত্ত তাকে কুপিয়ে গুরুতর আহত করে। তাকে উদ্ধার করে আলমডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে (হারদী হাসপাতালে) ভর্তি করা হয়েছে। মাসুদ রানার পিতা আলম হোসেন জানান, পূর্ব শত্রুতার জের ধরে ছাত্রদলের কর্মীরা তার ছেলের উপরে হামলা চালায়।
মাসুদ রানা বিএনপি নেতা বল্টু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।