আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : সরকার রেজিষ্ঠার বে-সরকারী প্রাথমিক বিদ্যালয় সরকারী করনের পর প্রায় এক বছর যাবত বগুড়ার আদমদীঘি উপজেলার ২৮ টি নতুন সরকারী হওয়া প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতার কাজে নিয়োজিত ১১২ জন শিক্ষক প্রায় এক বছর যাবত তাদের বেতন ভাতাদি না পাওয়ায় পরিবার পরিজন নিয়ে মারাত্বক অর্থ সংকটে মানবেতর জীবন যাপন করছেন। অবিলম্বে সকল ঝামেলা দুর করে তাদের বেতন ভাতা প্রদান করে পরিবার নিয়ে সুখে জীবন যাপনের আহবান জানিয়েছেন ভুক্তভোগি শিক্ষকরা।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানাযায়, সরকারী ঘোষনা অনুযায়ী বগুড়ার আদমদীঘি উপজেলায় প্রথম ধাপে ২৬টি ও পরের ধাপে ২টি রেজিষ্টার বে-সরকারী প্রাথমিক বিদ্যালয়কে সরকারী করনের ঘোষনা দেয়া হয়। এ সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সহ ১ শত ১২ জন শিক্ষক কর্মরত রয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মামুনুর রশিদ জানান, পূর্বের বেতন স্ক্রেল অনুযায়ী বিগত সেপ্টেম্বর মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত এবং সরকারী করনের পর গত জানুয়ারী মাস থেকে এ পর্যন্ত নতুন স্ক্রেল হিসাবে প্রায় ১ বছর যাবত তাদের বেতন ভাতা প্রদান করা হচ্ছেনা। উপজেলা প্রাথমিক আলহাজ্ব ইউসুফ আলী ভুঞা জানান এখন পর্যন্ত নতুন ভাবে সরকারী হওয়া উল্লেখিত শিক্ষকদের বেতন প্রদানের কোন চিঠি অত্র অফিসে আসেনি।