আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘি থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলামের নেতৃত্বে পুলিশ শনিবার রাতে বিশেষ অভিযান চালিয়ে রাস্তায় ছিনতাইয়ের চেষ্ঠা ও গরু চুরি মামলার আসামী সহ ৭ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে নওগাঁর রানীনগর উপজেলার মধুপুর গ্রামের রেজাউল করিমের পুত্র ফিরোজ (১৯) কে ইজি বাইক ছিনতাইয় চেষ্টার দায়ে ২ বছর ও উপজেলার চাঁপাপুরের গোলাম মোস্তফার পুত্র হারুনুর রশিদ (৩০) কে গাঁজা সেবনের দায়ে ১ বছরের ছিনতাইয়ের দায়ে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয়া হয়েছে।
এ ছাড়া গরু চুরি মামলায় উপজেলার শিহাড়ী গ্রামের ফয়েন উদ্দীনের পুত্র মকবুল হোসেন (৫০) ও সান্তাহার কলসার গোপাল চন্দ্রের পুত্র মিঠুন চন্দ্র আঠুল (২৮) কে ও মদ সহ নওগাঁর কাশিমপুর গ্রামের ইছমাইল প্রামানিকের পুত্র খলিল (৩০) কছিম উদ্দীনের পুত্র আব্দুল রশিদ (২৮) এবং গাঁজা সহ সান্তাহার ইয়ার্ড কলোনীর আব্দুল করিমের পুত্র আব্দুল মালেক (৩৫) কে গ্রেফতার করা হয়। এ সব ঘটনায় থানায় পৃথক পৃথক মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানান।