সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ সাপাহারে খাস খাড়ি,পুকুর সংস্কার ও সংস্করন এবং জলবায়ু পরিবর্তন বিষয়ক এক ধারনায়ন সভা ২১ ডিসেম্বর শনিার বিকেলে উপজেলার খঞ্জনপুর দিঘীপাড়ায় অনুষ্ঠিত হয়।
জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয় বিষয়ে বে-সরকারী সংগঠন এইচ আর ডি এস বরেন্দ্র প্রচারনা দল রাজশাহীর ব্যাবস্থাপনা ও অক্্রফাম এর অর্থায়নে অনুষ্ঠিত সমাবেশে শিরন্টি উইপি প্যানেল চেয়ারম্যান মোঃ জিলুর রহমান,ইউপি সদস্য মোঃ সিদ্দিকুর রহমান,সংগঠনের, প্রগ্রাম ম্যানেজার সুলতানা পারভীন, কো-অডিনেটর মোঃ রেজাউল করিম ইউনিয়ন এ্যাকশন ওয়ার্কার, সাদেকুল ইসলাম, শহিদুল ইসলাম প্রমুখ বক্তব্য প্রদান করেন। এসময় উপজেলার বিভিন্ন এলাকার অসংখ্য কৃষক-কৃষানী বধুরা সেখানে উপস্থিত ছিলেন।