শনিবার , ২১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সশস্ত্র বাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টায় ইসি : বিএনপি

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২১, ২০১৩ ৯:৩৯ অপরাহ্ণ

nazrul-islam-khanশ্যামলবাংলা ডেস্ক : এবার নির্বাচন কমিশন (ইসি) সশস্ত্র বাহিনীকে জনগণের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টায় লিপ্ত বলে অভিযোগ করেছে প্রধান বিরোধী দল বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। ২১ ডিসেম্বর শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ১৮ দলের পক্ষে ওই অভিযোগ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। এসময় তিনি বলেন, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই-  আন্দোলন চলছে এবং আন্দোলনের অংশ হিসাবেই জাতিসংঘের মধ্যস্থতায় আয়োজিত সংলাপ চলছিল- তার সবই দশম জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ, সকলের অংশগ্রহণে সকলের কাছে গ্রহণযোগ্য করার লক্ষ্যে নির্বাচনকালীন সরকারের ধরণ নিয়ে।
তিনি বলেন,  একাদশ কিংবা পরবর্তী কোন নির্বাচন নিয়ে আলোচনার কোনো অবকাশ কিংবা আগ্রহ আমাদের কখনও ছিল না- এখনও নেই। আমরা সরকারকে বলবো বাস্তবতা অনুধাবন করুন। জনগণের বিপক্ষে যাবেন না এবং জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না।
তিনি বলেন, যে নির্বাচনী প্রহসনে অর্ধেকের বেশি আসনে পছন্দনীয় প্রার্থীদের বিজয়ী দেখানো হয়েছে এবং অবশিষ্ট আসনও বাস্তবে কোন প্রতিদ্বন্দ্বিতা তো দূরের কথা প্রচারণাও নেই- সেই নির্বাচনে দেশপ্রেমিক স্বশস্ত্র বাহিনীকে নিয়োগ করার খবরে আমরা বিস্মিত হয়েছি। তিনি আরও বলেন, অযোগ্য নির্বাচন কমিশন সরকারের ইচ্ছাপূরণের হাতিয়ার হয়ে নিজেরা জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। তারা জনগণের বিভিন্ন দুঃসময়ে যারা তাদের পাশে দাঁড়ায়- সেই স্বশস্ত্র বাহিনীকেও জনগণের বিপক্ষে দাঁড় করানোর অপচেষ্টা চালাচ্ছে। আমরা নির্বাচন কমিশনের এই অপচেষ্টার নিন্দা জানাচ্ছি।

Shamol Bangla Ads

প্রসঙ্গত, ঘোষিত তফসিল বাতিল ও নির্দলীয় সরকারের অধীনে দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবি জানিয়ে আসছে বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোট। দাবি আদায়ে শনিবার সকাল থেকে পঞ্চম দফায় অবরোধ কর্মসূচি পালন করছে তারা। অন্যদিকে শুক্রবার দশম জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগারগাঁওয়ের এনইসি সম্মেলন কক্ষে রিটার্নিং অফিসার ও আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকের পর প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ জানান,  নির্বাচনে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহায়তা করতে ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি পর্যন্ত মাঠে থাকবেন সেনাসদস্যরা। পরিস্থিতি অনুযায়ী সেনা মোতায়েনের সময়সীমা কমবেশি হতে পারে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!