শ্যামলবাংলা ডেস্ক : খালেদা জিয়ার উপদেষ্টা ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান অ্যাড. খন্দকার মাহবুব হোসেন বলেছেন, সরকারবিরোধী চলমান আন্দোলন জোরদার করতে শিগগিরই মাঠে নামছেন বিএনপি চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়া। তিনি ২০ ডিসেম্বর শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে ‘বাংলাদেশের রাজনৈতিক সংকট ও বিদেশিদের সম্পৃক্ততা’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওই কথা বলেন। এসময় তিনি বলেন, সরকারকে হটাতে দেশনেত্রী রাস্তায় নামবেন। যেদিন তিনি নামবেন সেদিন দেশে আগুন জ্বলবে। তাই খুব দ্রুত ক্ষমতা ছেড়ে তত্ত্বাবধায়কের দাবি মেনে নেন।
খন্দকার মাহবুব বলেন, যৌথ বাহিনী দিয়ে দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিরোধী দলের নেতা-কর্মীদের হত্যা ও হয়রানি করা হচ্ছে। যা পাকিস্তান আমলকেও হার মানিয়েছে।
প্রধানমন্ত্রীর সমালোচনা করে মাহবুব হোসেন আরও বলেন, ক্ষমতায় আসার পর আপনি একের পর এক ইস্যু তৈরি করে দেশে অশান্তি তৈরি করেছেন। আদালতের নির্দেশও মেনে নেননি। আপনি রোমান সরকারের মতো ক্ষমতাকে চিরস্থায়ী করতে এমন করেছেন। জনগণ তা করতে দেবে না। এ নির্বাচন অবশ্যই বাতিল করতে হবে।
অল কমিউনিটি ফোরাম আয়োজিত এ আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক মো, কাবিরুল হায়দার, সাংগঠনিক সম্পাদক মো, রমজান আলী ভূইয়া, নির্বাহী কমিটির সদস্য জবা খান প্রমুখ। আলোচনা সভায় সভাপতিত্ব করেন অল কমিউনিটি ফোরামের উপদেষ্টা ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুল।