মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জেলা শহর থেকে হিরোইনসহ মিনারা বেগম (২৭) নামে এক নারী ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ। ২১ ডিসেম্বর শনিবার ভোরে শহরের সদর হাসপাতাল সড়ক থেকে তাকে আটক করা হয়। মিনারা বেগম কমলগঞ্জ উপজেলার শিমুলতলা গ্রামের আক্তার মিয়ার স্ত্রী। বর্তমনে শহরের বড়হাট এলাকায় বসবাস করছে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে ছয় পুরিয়া হেরোইনসহ তাকে আটক করে পুলিশ।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মো: আবদুল হাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন ।