এস.গুলবাগী, বগুড়া : বগুড়া জিলা স্কুলের ২০০১ সালের শিক্ষার্থীদের সংগঠন আমরা’২০০১ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ২০ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় বগুড়া শহরের শিববাটি এলাকার মতিঝিল অন্ধ হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিরতরণ করা হয়। শীতবস্ত্র বিতরণকালে আমরা’২০০১ সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সঞ্জীব কুমার দে, রাকিব জুয়েল, হাসনাইন সোবহান হিমু, আবু রাজিম সনি, মেহদেী হাসান মাসুম, সৈয়দ সাব্বির আহম্মেদ, সালেহুর রহমান সুজন, খাকান, মাসুদ, সৈতক, জয়নুল আবেদিন জয়েস, রনিসহ মাদ্রাসার সেক্রেটারী নুর মোঃ মোকছেদ আলী।