পোরশা(নওগাঁ)প্রতিনিধি: পোরশার দুয়ারপাল সীমান্তে বিজিবি’র এক লাইনম্যানকে আটক করে থানায় সোপর্দ করেছে হাঁপানিয়া ক্যাম্পের বিজিবি সদস্যরা।
থানা সূত্রে জানাগেছে, শুক্রবার ভোর সাড়ে ৬টায় হাঁপানিয়া ক্যাম্পের বিজিবি’র একটি টহল দল অভিযান চালিয়ে উপজেলার নিতপুর দুয়ারপাল গ্রামের পশ্চিম পাশ থেকে একই গ্রামের ইদ্রিসের ছেলে বিজিবি’র লাইনম্যান বনি ইসরাইল আকালু (৫০)কে আটক করে। সে ভারতীয় ৮টি গরুসহ ওই এলাকা দিয়ে যাচ্ছিল।
এসময় আকালুর লোকজন গরুগুলি নিয়ে পালিয়ে যায়। পরে তাকে পোরশা থানায় সোপর্দ করা হয়েছে।
এব্যাপারে সরকারী কর্তব্য কাজে বাধাদান ও চোরাচালান বিশেষ আইনে পোরশা থানায় আকালু সহ আরও ৮জনকে আসামী করে মামলা হয়েছে। আকালুকে শনিবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।