পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি : রাজশাহীর পুঠিয়া উপজেলায় পারিবারিক কলহের জের ধরে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছেন। ওই গৃহবধুর নাম রুমা খাতুন (৩০)। সে সিংড়া গ্রামের আ. হালিমের স্ত্রী।
জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে রুমা খাতুন বিষ পান করে। ওইদিন তাকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার তার মৃত্যু হয়। ময়না তদন্ত শেষে লাশ দাফন হয়েছে।