কুষ্টিয়া প্রতিনিধি : যুদ্ধাপরাধী কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ায় পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব গ্রহণের প্রতিবাদে কুষ্টিয়ায় সাংবাদিকরা মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। খুলনা বিভাগীয় প্রেসক্লাব ফেডারেশন ও কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকদের উদ্যোগে ২১ ডিসেম্বর শনিবার দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের থানা ট্রাফিক মোড়ে ওই মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জেলার ইলেকট্রনিক ও বিভিন্ন প্রিন্ট মিডিয়ার সাংবাদিক ছাড়াও বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন ও সমাবেশে বক্তব্য রাখেন প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান শিপলু, চ্যানেল টুয়েন্টিফোরের কুষ্টিয়া প্রতিনিধি শরীফ বিশ্বাস, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, ঘাতক দালাল নির্মূল কমিটির সাধারণ সম্পাদক অসিত কুমার সিংহ রায় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি খোকন সিরাজুল ইসলাম প্রমুখ। পরে পাকিস্তানের পতাকা এবং ইমরান খানের কুশপুত্তলিকা দাহ করা হয়।
