নীলফামারী প্রতিনিধি : পাকিস্তানের জাতীয় পরিষদে কাদের মোলাকে নিয়ে শোক প্রস্তাবের নিন্দা জানিয়েছে বাংলাদেশ উর্দুভাষী কল্যাণ পরিষদ। সংগঠনের সৈয়দপুর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওই নিন্দা জানানো হয়। সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীরা এদেশের প্রতি সম্পূর্ণরুপে অনুগত। তারা দেশের উন্নয়নেও ভূমিকা রাখছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন প্রস্তাব বা উদ্যোগকে আমরা কোনভাবেই সমর্থন করি না।
আশংকা প্রকাশ করে বলা হয়, পাকিস্তানের বাংলাদেশ বিরোধী আচরণের জন্য কোন কোন মহল এখানকার উর্দুভাষীদের উপর বিরুপ হচ্ছেন। এতে করে উর্দুভাষীরা আতংকিত। অথচ পাকিস্তানের জাতীয় পরিষদে উর্দুভাষীদের রাজনৈতিক দল মোহাজির কউমি মুভমেন্ট (এমকিউএম) কথিত ওই শোক প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে এবং এর নিন্দাও জানিয়েছে। বাংলাদেশী উর্দুভাষীরা এমকিউএম এর ওই মতামতের সাথে সম্পূর্ণ একমত। বাংলাদেশ উর্দুভাষী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল হক বাবু জানান, কাদের মোলার ফাঁসি এদেশের অভ্যন্তরীণ ব্যাপার। যার বিরুদ্ধে অবস্থান নেয়ার অধিকার পাকিস্তানের নেই। এমন কর্মকান্ডকে ধৃষ্টতা বলে দাবি করেন তিনি। এছাড়াও একাত্তরে যুদ্ধাপরাধের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত বলে তিনি মনে করেন।