শনিবার , ২১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

পাকিস্তানের পার্লামেন্টে শোক প্রস্তাবে সৈয়দপুরে উর্দুভাষীদের নিন্দা জ্ঞাপন

শ্যামলবাংলা ডেস্ক
ডিসেম্বর ২১, ২০১৩ ৩:৪৭ অপরাহ্ণ

11111111 নীলফামারী প্রতিনিধি : পাকিস্তানের জাতীয় পরিষদে কাদের মোল­াকে নিয়ে শোক প্রস্তাবের নিন্দা জানিয়েছে বাংলাদেশ উর্দুভাষী কল্যাণ পরিষদ। সংগঠনের সৈয়দপুর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ওই নিন্দা জানানো হয়। সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশে বসবাসরত উর্দুভাষীরা এদেশের প্রতি সম্পূর্ণরুপে অনুগত। তারা দেশের উন্নয়নেও ভূমিকা রাখছে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোন প্রস্তাব বা উদ্যোগকে আমরা কোনভাবেই সমর্থন করি না।
আশংকা প্রকাশ করে বলা হয়, পাকিস্তানের বাংলাদেশ বিরোধী আচরণের জন্য কোন কোন মহল এখানকার উর্দুভাষীদের উপর বিরুপ হচ্ছেন। এতে করে উর্দুভাষীরা আতংকিত। অথচ পাকিস্তানের জাতীয় পরিষদে উর্দুভাষীদের রাজনৈতিক দল মোহাজির কউমি মুভমেন্ট (এমকিউএম) কথিত ওই শোক প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে এবং এর নিন্দাও জানিয়েছে। বাংলাদেশী উর্দুভাষীরা এমকিউএম এর ওই মতামতের সাথে সম্পূর্ণ একমত। বাংলাদেশ উর্দুভাষী কল্যাণ পরিষদের সভাপতি আশরাফুল হক বাবু জানান, কাদের মোল­ার ফাঁসি এদেশের অভ্যন্তরীণ ব্যাপার। যার বিরুদ্ধে অবস্থান নেয়ার অধিকার পাকিস্তানের নেই। এমন কর্মকান্ডকে ধৃষ্টতা বলে দাবি করেন তিনি। এছাড়াও একাত্তরে যুদ্ধাপরাধের জন্য পাকিস্তানের ক্ষমা চাওয়া উচিত বলে তিনি মনে করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!