নীলফামারী প্রতিনিধি : নীলফামারীতে কয়েক দফা পুলিশি বাঁধায় মানববন্ধন করতে পারেনি ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা। তবে শেষ পর্যন্ত কোথাও মানববন্ধন করতে না পারলেও দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে তারা। এক তরফা প্রহসনের নির্বাচন বাতিল, রাজনৈতিক সহিংসতা ও মানুষ হত্যার প্রতিবাদে সারা দেশের মতো নীলফামারীতেও শুক্রবার বিকালে মানববন্ধনের আয়োজন করেছিলো দলটির নেতাকর্মীরা। দলটির জেলা সভাপতি মাওলানা শেখ আব্দুস সামাদ অভিযোগ করে জানান, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শহরের চৌরঙ্গী মোড়ে মানববন্ধন করার জন্য নেতাকর্মীরা সমবেত হলে পুলিশ বাঁধা দেয়। পরে নেতাকর্মীরা বাজার ট্রাফিক মোড়ে মানববন্ধন করতে চাইলেও সেখান থেকেও তাদেও সরিয়ে দেয় পুলিশ। বারবার পুলিশি বাঁধায় মানববন্ধন করতে না পেরে শহরের ডালপট্টি দলীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করা হয়। এ ব্যাপারে ঘটনাস্থলে থাকা সদর থানার উপ-পরিদর্শক এরশাদ আলম বলেন, আমরা বাঁধা দেয়নি, আমরা তাদের নিরাপত্তার জন্য দলীয় কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করতে বলেছি।
মাওলানা শেখ আব্দুস সামাদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক মাওলানা মোহাম্মদ আলী, সহ-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক জহুর”ল ইসলাম, আব্দুর রউফ প্রমূখ। বক্তারা বলেন, বর্তমান সরকার দেশকে বাকশালীয় কায়দায় নিয়ন্ত্রণ করছে। এজন্য মহাজোট ছাড়া অন্যান্য রাজনৈতিক দলের সভা-সমাবেশ, মিটিং-মিছিলের ওপড় অঘোষিত নিষেধাজ্ঞা জারী করেছে। তারা অবিলম্বে প্রহসনের এক তরফা নির্বাচন বাতিল করে রাজনৈতিক সহিংসতা বন্ধের জন্য সরকারের প্রতি আহবান জানান।