শ্যামলবাংলা ডেস্ক : জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদকে ‘অপসারণ’ করে নিজেকে দলের চেয়ারম্যান ঘোষণা করেছেন কাজী জাফর আহমদ। তিনি ২০ ডিসেম্বর শুক্রবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে জাতীয় পার্টির একাংশের বিশেষ কাউন্সিল অধিবেশনে ওই ঘোষণা দেন। এসময় গোলাম মসিহকে মহাসচিব হিসেবেও ঘোষণা দেন তিনি।
এদিকে কাউন্সিল অধিবেশন শুরুর আগে দুপুরে ককটেল বিস্ফোরণের ঘটনায় ৩ জন আহত হন।
১৮ নভেম্বর জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলে নির্বাচন বর্জনের দাবিতে এরশাদকে বিশ্বাসঘাতক বলে আখ্যা দেন কাজী জাফর। এরপর ২৯ নভেম্বর দল থেকে বহিষ্কৃত হয়ে এরশাদকে চেয়ারম্যান পদ থেকে অপসারণ করে নিজেকে চেয়ারম্যান ঘোষণা করেন এবং দলীয় কাউন্সিলেরও ডাক দেন তিনি। জাতীয় পার্টির ৫ প্রেসিডিয়াম সদস্য ও ৫ এমপি কাজী জাফরের সঙ্গে রয়েছেন।