ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : শেরপুরের নকলায় মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্পের আঞ্চলিক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২১ ডিসেম্বর শনিবার দিনব্যাপী উপজেলা পরিষদ হলরুমে বিএডিসির তত্বাবধানে আয়োজিত কর্মশালায় কৃষকদের হাইব্রীড, এসএলএইড, সুপার হাইব্রীড, জাতের ধান সংরক্ষণ করে উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
কর্মশালায় বলা হয়, আগামী বোরো মৌসুমে বোরো উৎপাদন এবং আদর্শ বীজ সংরক্ষণ যেন সফলতা বয়ে আনে। বৈদেশিক বীজের উপর নির্ভর না করে দেশীয় বীজের উপর গুরুত্ব দিয়ে কৃষকদেরকে আদর্শ বীজতলা তৈরীর পরামর্শ দেওয়া হয়। এসময় প্রকল্প পরিচালক আজাহারুল ইসলাম বলেন, কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী রাগ-ক্ষোভ যাই থাক, তিনিই একান্ত আমাদের মায়ের মতো। আমরা তাকে মা বলে ডাকি, তিনি মন্ত্রণালয়ে বসেন এবং মায়ের মতো পরামর্শ দিয়ে আমাদেরকে উৎসাহ জোগান।
কর্মশালায় মানসম্পন্ন বীজ সরবরাহ বৃদ্ধিকরণ প্রকল্প (ঢাকা) পরিচালক আজহারুল ইসলাম, বীজ উদ্যান বিএডিসি (ঢাকা) সদস্য পরিচালক নূরুজ্জামান, নকলার উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম আজাদ, কৃষি উপ-পরিচালক সুভাস চন্দ্র দেবনাথ, যুগ্ম পরিচালক বীজ বিপনন বিএডিসি (ঢাকা), মো. আবু তালেব, উপ-পরিচালক বীজ উৎপাদন বিএডিসি (জামালপুর) অঞ্চলের পরিচালক রিয়াজুল ইসলাম, শেরপুরের উপ-পরিচালক সুব্রত কুমার কর্মকার, আদর্শ কৃষক মন্নাফ খান, বীজ ডিলার বশিরুল ইসলাম সেলু, উপজেলা কৃষি অফিসার আশরাফ উদ্দিন, , উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহাবুদ্দিন, উপজেলা ভাইস-চেয়ারম্যান হাফিজুর রহমান লিটন, নকলা বিএডিসির সিনিয়র সহকারী পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, নকলা প্রেস ক্লাব সম্পাদক ইউসূফ আলী মন্ডলসহ ৩ শতাধিক লোক উপস্থিত ছিলেন।