জামালপুর প্রতিনিধি : জামালপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশ মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ২১ ডিসেম্বর শনিবার দুপুরে মানবন্ধনে প্রহসনী নির্বাচন, রাজনৈতিক সহিংসতা ও সংঘাত বন্ধের দাবি জানানো হয়। শহরের দয়াময়ী মোড়ে ঘন্টাব্যাপী অনুষ্ঠিত মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ সৈয়দ ইউনুস আহমেদ, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান, ইসলামী আন্দোলনের নেতা রফিকুল ইসলাম, আতাউর রহমান, জামিলুর রহমান প্রমুখ।