জামালপুর প্রতিনিধি : জামালপুরের মাদারগঞ্জ মির্জা আজম বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষের কক্ষে তালা ঝুলিয়েছে বিক্ষুব্দ শিক্ষার্থীরা। ২১ডিসেম্বর ফরম ফিলাপে অতিরিক্ত ফি-আদায়কে কেন্দ্র করে এ ঘটনাটি ঘটে। জানাগেছে-ফরম ফিলাপের ২৫শ’ টাকার স্থলে ৩৫শ’ করে অতিরিক্ত টাকা নেয়ায় ক্ষোভ বিরাজ করছিল। ২১ডিসেম্বর কারিগরি বিএম শাখায় ফরম ফিলাপের শেষ দিনে বিক্ষুব্দরা কলেজ অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের কক্ষে বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। ২৪ডিসেম্বর সাধারণ শাখায় ফরম ফিলাপের শেষ দিন। এ শাখার শিক্ষার্থীদের কাছ থেকেও অতিরিক্ত হারে টাকা হাতিয়ে নেয়ায় উভয় শাখার শিক্ষার্থীরা অধ্যক্ষের বিরুদ্বে অবস্থান নিয়েছে বলে এলাকাবাসি ও শিক্ষার্থীরা নিশ্চিত করেছেন। এ ব্যপারে অধ্যক্ষ মোস্তাফিজুর রহমানের সাথে সেল ফোনে যোগাযোগ করলে তিনি কলেজে সমস্যায় আছি বলেই ফোন কেটে দেন। এরপর ফোন করলেই কেটে দেন। নাম প্রকাশে অনিচ্ছূক কলেজের আরেক দায়িত্বশীল শিক্ষক জানান-ফরম ফিলাপের নামে ৩৫শ’ হারে টাকা নেয়ার কথা সত্য। তবে ১হাজার টাকা নাকি কোচিং ফি। বিএম শাখায়-১শ’২০ এবং জেনারেল শাখায় প্রায় দু’শ শিক্ষার্থী চলতি বছরে ফরম ফিলাপের কথা রয়েছে। এই হিসেবে প্রায় ৩শ’ শিক্ষার্থীদের কাছ থেকে ৩লাখ টাকা অতিরিক্ত ফি-আদায় করা হচ্ছে।