শনিবার , ২১ ডিসেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় সংলাপ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২১, ২০১৩ ২:৪৭ অপরাহ্ণ

Sanalp Anniversaryমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়া থেকে প্রকাশিত সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী ২০ ডিসেম্বর শুক্রবার কুলাউড়ায় পালিত হয়েছে।
সত্য প্রকাশের সাহসী প্রকাশনা’র প্রত্যয় নিয়ে গত ৪ বছর বিরামহীনভাবে পত্রিকাটি প্রকাশিত অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংলাপ কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় জন্মদিনের কেক কাটা হয়। সংলাপ পত্রিকার সম্পাদকমন্ডলীর সভাপতি আবুল কালাম এবং সম্পাদক ও প্রকাশক প্রভাষক সিপার উদ্দিন আহমদের পরিচালনায় প্রতিষ্ঠা বার্ষিকীর এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ শামছুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান তানিয়া আক্তার লিমা, সিনিয়র সহকারি পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আলমগীর হোসেন, কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাসানুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট সৈয়দ কামাল উদ্দিন আহমদ, মৌলভীবাজার জেলা সিপিবি সভাপতি খন্দকার লুৎফুর রহমান, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ, কুলাউড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্রাচার্য্য সজল, কুলাউড়া মানবাধিকার কমিশনের সভাপতি এনামুল ইসলাম, যুক্তরাষ্ট্রস্থ কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন এর সভাপতি মোশাহেদ জে. রাশেদ, জুড়ী উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এডভোকেট মাহবুবুল আলম শামীম, বিএমএ সিলেট বিভাগীয় সভাপতি ডাঃ রুকন আহমদ, ডাঃ আবু সাঈদ মুকুল, ডাঃ আবু বকর মোস্তফা, ডাঃ সুলতান আহমদ, ব্যবসায়ী সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, কুলাউড়া বিএনপির সাধারণ সম্পাদক রেদোয়ান খান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বখশ, জাসদ সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, অধ্যক্ষ জগদিন্ধু ধর, অধ্যাপক সিএম জয়নাল আবেদীন, স্কাউট সম্পাদক ফয়জুর রহমান, ইউপি চেয়ারম্যান অধ্যাপক মোঃ শাহজাহান, প্রধান শিক্ষক আমির হোসেন, জাসদ নেত্রী নেহার বেগম, ক্লিভডন বাগান ম্যানেজার আব্দুল হাসিব, আওয়ামীলীগ নেতা ফারুক আহমদ, এস আই বিনয় ভূষন রায়, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক খুরশীদ উল্লাহ, আদিবাসী নেত্রী ফ্লোরা বাবলী তালাং, স্বেচ্ছাসেবকলীগ নেতা হোসেন মনসুর উদ্দিন, পরিবহন শ্রমিক নেতা রাজু আলী রাজুম, ব্যবসায়ী শফিকুল ইসলাম জায়েদ, যুবলীগ সভাপতি বদরুল ইসলাম বদর, জাসদ ছাত্রলীগ সভাপতি কামাল উদ্দিন বাবেল, সাধারণ সম্পাদক হাসান আহমেদ রাসেল, এপেক্সিয়ান এএফএম ফৌজি চৌধুরী, ব্যবসায়ী আবু মোহাম্মদ, কাবুল পাল, ছ্ত্রালীগ নেতা আহবাব হোসেন রাসেল সহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক পেশাজীবি সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া মোঃ আব্দুছ ছালামের নেতৃত্বে প্রাথমিক শিক্ষক সমিতি, সীমান্তের ডাক পত্রিকার সম্পাদক আজিজুল ইসলামের নেতৃত্বে পত্রিকার সাংবাদিকরা, সিপিএ সভাপতি কামরুল হাসান বখশ ও রফি আহমদ তানিমের নেতৃত্বে সিপিএ’র সদস্যরা, জাসদ ছাত্রলীগের নেতৃবৃন্দ, কুলাউড়া মুক্ত স্কাউট গ্রুপ, ভাটেরা বনরুপা স্পোর্টিং ক্লাব, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক মছব্বির আলী ও স্টাফ রিপোর্টার তারেক হাসান, সাংবাদিক নাজমুল ইসলাম সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে পত্রিকার জন্ম দিনে সম্পাদক সিপার উদ্দিন আহমদকে ফুলেল শুভেচ্ছা জানান। সন্ধ্যায় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!