শনিবার , ২১ ডিসেম্বর ২০১৩ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কুলাউড়ায় ছিনতাই মামলার পলাতক আসামী শাহেদ গ্রেফতার

রফিকুল ইসলাম আধার , সম্পাদক
ডিসেম্বর ২১, ২০১৩ ৭:৩২ অপরাহ্ণ

grefমৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কুলাউড়ায় ছিনতাই মামলার পলাতক আসামী শাহেদ আলী (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। শাহেদ একই গ্রামের মৃত আয়ুব আলীর ছেলে। ২১ ডিসেম্বর শনিবার ভোরে কুলাউড়া সদর ইউনিয়নের নাজিরেরচক গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হলে সে ছিনতাইয়ের ঘটনার স্বীকার করে জবানবন্দী প্রদান করে।
জানা যায়, শাহেদসহ একটি ছিনতাইকারী চক্র কুলাউড়ার এক ব্যবসায়ীকে গত জুলাই মাসে বাসস্টেন্ড এলাকায় জিম্মি করে ৩ লক্ষ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। পরে ওই ঘটনায় থানায়  ৮ জুলাই একটি মামলা করা হয়।
শনিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) দীলিপ কুমার দাসের নেতৃত্বে সদর ইউনিয়নের নাজিরেরচক গ্রামে অভিযান চালিয়ে শাহেদকে গ্রেফতার করা হয়। এ ছাড়া একই মামলার অপর আসামী কাদিপুর ইউনিয়নের চাতলগাঁও গ্রামের শাহ আলম (২৯)কে ইতোপূর্বে গ্রেফতার করেছে পুলিশ এবং ওই মামলার আসামী কাদিপুর ইউনিয়নের জুবলা (২৮) আদালতে আত্মসর্মপন করেছে । বর্তমানে এ ছিনতাই মামলায় ৩ জন জেল হাজতে আছে ।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামী দীর্ঘদিন ধরে ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কাজে জড়িত রয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!